নড়াইলে করোনা আক্রান্ত ১৩ জনের সবাই সুস্থ
নড়াইলে করোনা আক্রান্ত ১৩ জনের সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ফলে, এই জেলায় আপাতত কোনো করোনা রোগী নেই।
আজ সোমবার বিকালে নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নড়াইল সদর ও লোহাগড়া উপজেলায় ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়। পরে চিকিৎসা ও দুই দফা পরীক্ষা শেষে স্বাস্থ্য বিভাগ ওই ১৩ জনের সবাইকে নেগেটিভ ঘোষণা করেছে। বর্তমানে নড়াইল কোনো করোনা রোগী নেই।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গতকাল রোববার ও আজ সোমবার নড়াইল সদরে তিন চিকিৎসকসহ চারজন এবং লোহাগড়ায় তিন চিকিৎসকসহ আটজনের দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে। এর আগে জেলার লোহাগড়া পৌর এলাকায় প্রথম করোনায় আক্রান্ত রোগীকে করোনামুক্ত ঘোষণা করেছিল স্বাস্থ্য বিভাগ। এ জেলার মধ্যে এখনো পর্যন্ত কালিয়া উপজেলায় কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।
Comments