মৌলভীবাজারে আইসোলেশনে মারা যাওয়া নারী করোনা আক্রান্ত ছিলেন না
মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নারী করোনা আক্রান্ত ছিলেন না।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আহমেদ ফয়সল জামান আজ সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল রাতে সিলেট থেকে ওই নারীর নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
সদর হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল শ্রীমঙ্গলের ওই নারীকে হাসপাতালে নিয়ে এলে, শ্বাসকষ্ট থাকায় তাকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। পরদিন ২৫ এপ্রিল তিনি মারা যান।
এরপর, স্থানীয় প্রশাসন তার পরিবারের সদস্যদের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়। মারা যাওয়ার পর তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা, তা পরীক্ষা করতে নমুনা সংগ্রহ করে সিলেটে পাঠানো হয়।
Comments