শরীয়তপুরে করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আজ মঙ্গলবার সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বয়স ৫০ বছর। তিনি পেশায় একজন রিকশা চালক ছিলেন।
নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যায় তিনি জ্বর, ঠান্ডা, গলা-ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এলে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। আজ সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। তিনি নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের বাসিন্দা।’
ডা. মো. শফিকুল ইসলাম আরও বলেন, ‘আমরা গতকালই মৃত ব্যক্তিসহ তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করেছি করোনা পরীক্ষার জন্য। তাছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে তার মরদেহ দাফন করা হবে।’
Comments