রেমা চা-বাগান খুলতে শ্রমিকদের ৫ দিনের আল্টিমেটাম
দীর্ঘ দুই মাস ছয় দিন ধরে বন্ধ থাকা হবিগঞ্জের চুনারুঘাটের রেমা চা-বাগানের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ ও বাগান খুলে দেওয়ার দাবিতে পাঁচ দিনের আল্টিমেটাম দিয়েছেন শ্রমিকরা।
আজ মঙ্গলবার দুপুরে চা-শ্রমিকদের সমাবেশে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নিপেন পাল এ আল্টিমেটাম দেন।
মূল উৎসব বোনাস, ২০১৭-১৮ সালের বকেয়া মজুরিসহ ১১ দফা দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে গত ৫ মার্চ বাগান কর্তৃপক্ষের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ৬ মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয় বাগানটির সব কার্যক্রম।
দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় বাগানের প্রায় ১,২০০ শ্রমিক ও তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছেন বলে জানান নিপেন পাল।
শ্রমিক সমাবেশে চা-শ্রমিকদের সব বকেয়া পরিশোধ করে বাগানের কার্যক্রম স্বাভাবিক করার দাবিসহ চা-শ্রমিকদের উপর দেওয়া বাগান কর্তৃপক্ষের মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চা-শ্রমিক নেতা মোহন রবিদাস, অ্যাডভোকেট আবুল হাসান, চা-বাগানের মেম্বার নির্মল চন্দ্র দেব।
এর আগে গত ২২ মার্চ রেমা চা-বাগান থেকে দীর্ঘ ১৫ মাইল হেঁটে চুনারুঘাট উপজেলা সদরে এসে বিক্ষোভ করেন বাগানের ছয় শতাধিক চা-শ্রমিক।
Comments