১৭ শিল্পীর করোনাকালের গান

করোনাকালে থমকে আছে সবকিছু। সবাই লড়ে যাচ্ছে এক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে। তাই গানে গানে মানুষের মধ্যে করোনার বিরুদ্ধে লড়াইয়ের সচেতনতা তৈরির জন্য গান, কবিতা ও অভিনয়ের মাধ্যমে ১৭ শিল্পী হাজির হয়েছেন ‘একটাই দাবী’ নিয়ে।
স্নেহাশীষ ঘোষের কথায় গানটির সুর করেছেন স্নেহাশীষ ও মিলন। দুটি কবিতা দিয়ে সাজানো গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যানসি, কাজী শুভ, ইলিয়াস, মিলন, ঐশ্বর্য ও রোদেলা। কবিতা দুটি আবৃত্তি করেছেন লুৎফর হাসান ও ইফতেখায়রুল ইসলাম। গান ও কবিতার বিভিন্ন অংশে দেখা যাবে অভিনেতা সজল, এফ.এস. নাইম, ইরফান সাজ্জাদ, চাষি আলম ও সোহানা সাবাকে। ভিডিওটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন।
গানের গীতিকার ও সুরকার স্নেহাশীষ ঘোষ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘গানটি পরিকল্পনার সময় গান সংশ্লিষ্ট সকলের সঙ্গে তা নিয়ে আলোচনা করি। যে যার বাসা থেকে কণ্ঠ এবং ভিডিও ধারণ করে পাঠিয়ে দেন। সবাই আন্তরিক না থাকলে কাজটা সম্ভব হতো না।’
আগামীকাল বুধবার সন্ধ্যায় গান সংশ্লিষ্ট সকল শিল্পীর ফেসবুকে ও পেইজে প্রকাশ করা হবে গানটি। পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলেও গানটি প্রকাশিত হবে।
Comments