গুপ্তধনের লোভ দেখিয়ে অপহরণ, ৩ দিন পর উদ্ধার

abduction logo
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

গুপ্তধন উদ্ধারের প্রলোভন দেখিয়ে পটুয়াখালীতে অপহরণ করা নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‍্যাব। হেতালিয়া বাধ ঘাট এলাকা থেকে অপহরণ হওয়া ওই ছাত্রীকে তিন দিন পর আজ মঙ্গলবার পাথরঘাটা উপজেলার রুপধন কাটাখালী গ্রাম থেকে উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, ভিকটিমের পরিবারকে গুপ্তধন উদ্ধারের প্রলোভন দেখিয়ে কৌশলে মনির মীর (২৭) নামে এক ভন্ড ফকির মেয়েটিকে অপহরণ করেছিল। অপহরণকারীর বাড়ি রুপধন কাটাখালী গ্রামে। মেয়েটিকে উদ্ধারের সঙ্গে সঙ্গে অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-৮ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মনির মীর নিজেকে পটুয়াখালী শহরের হেতালীয়া বাধঘাট এলাকায় একটি মাজারের ফকির পরিচয় দিয়ে তিন-চার মাস আগে আস্তানা গড়ে। মাজারের পাশেই ভিকটিমের পরিবারের সঙ্গে সে সখ্যতা তৈরি করে। গুপ্তধন উদ্ধারে অলৌকিক ক্ষমতার গুজব ছড়ায় সে। ভিকটিমের পরিবারকেও গুপ্তধন উদ্ধারের প্রলোভন দেখিয়ে কৌশলে মেয়েটিকে অপহরণ করে সে নিজের গ্রামে পালিয়ে যায়।

র‌্যাব অভিযান চালিয়ে মঙ্গলবার ভিকটিমকে উদ্ধার করে। এ সময় অপহরণকারীকেও হাতেনাতে আটক করা হয়। ভিকটিমের মা পটুয়াখালী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।

পটুয়াখালী থানার ওসি আখতার মোর্শেদ জানান, তদন্ত সাপেক্ষে তারা ব্যবস্থা নেবেন।

Comments

The Daily Star  | English

Conspiracy rife to wipe out Tarique Rahman: Fakhrul

He also said the propaganda against BNP is part of a deliberate conspiracy to destroy nationalist forces

19m ago