স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হোম আইসোলেশনে
পরিবারের এক সদস্যের করোনা শনাক্ত হওয়ায় হোম আইসোলেশনে আছেন স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
ডিজিএইচএসের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আমিনুল হাসান আজ বিকেলে দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. আমিনুল হাসান বলেন, ‘তিনি গতকাল সোমবার থেকে হোম আইসোলেশনে আছেন। সম্প্রতি, তার পরিবারের এক জনের করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে।’
মহাপরিচালকেরও করোনাভাইরাস পরীক্ষা করা হবে জানিয়ে ডা. আমিনুল বলেন, তিনি বাড়িতেই থাকবেন এবং বাড়ি থেকেই তার দায়িত্ব পালন করবেন।
Comments