সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ঢাকায় ৩২ ভ্রাম্যমাণ আদালতের ৭০ মামলা

সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ঢাকা শহর ও জেলার সব উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। ধানমন্ডি, ফার্মগেট, কাওরান বাজার, মিরপুর, মোহাম্মদপুর, রমনা, লালবাগ, যাত্রাবাড়ী, কোতোয়ালিসহ বিভিন্ন এলাকায় ৩২টি ভ্রাম্যমাণ আদালত ১,৫৮,৭০০ টাকা জরিমানা আদায় করেছে।
gavel
প্রতীকী ছবি

সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ঢাকা শহর ও জেলার সব উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। ধানমন্ডি, ফার্মগেট, কাওরান বাজার, মিরপুর, মোহাম্মদপুর, রমনা, লালবাগ, যাত্রাবাড়ী, কোতোয়ালিসহ বিভিন্ন এলাকায় ৩২টি ভ্রাম্যমাণ আদালত ১,৫৮,৭০০ টাকা জরিমানা আদায় করেছে।

সরকারি নির্দেশ অমান্য করে জনসমাগম করায় ৭০টি মামলায় এই জরিমানা আদায় করেছে। জেলা প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রয়েছে।

এছাড়া ৩৩৩ ও মেসেজে প্রাপ্ত অনুরোধের পরিপ্রেক্ষিতে নবাবগঞ্জ উপজেলায় ১৮০টি, দোহারে ১১০টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Comments

The Daily Star  | English

The psychological costs of an uprising

The systemic issues make even the admission of one’s struggles a minefield

8h ago