ফরিদপুরে এক গ্রামের ৭ জনসহ করোনায় আক্রান্ত আরও ৯
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের একটি গ্রামের সাত জনসহ মোট নয় জনের করোনা শনাক্ত হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত ল্যাব সূত্রে আজ মঙ্গলবার বিকালে এ তথ্য জানা গেছে। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ৪২ জনের করোনা শনাক্ত হলো।
বোয়ালমারীতে শনাক্ত হওয়া সাত জনের মধ্যে দুই জন নারী। এ ছাড়া, অপর দুজনের একজন মধুখালী উপজেলার ও আরেকজন নগরকান্দা উপজেলার বাসিন্দা।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, বোয়ালমারীর চতুল ইউনিয়নের ওই গ্রামটি আগে থেকেই বিচ্ছিন্ন করা হয়েছে। আজ নগরকান্দার ডাঙ্গী ও মধুখালীর জাহাপুর ইউনিয়নের গ্রামটিও বিচ্ছিন্ন করা হলো।
ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান জানান, আজ জেলায় নতুন করে নয় জনের করোনা শনাক্ত হওয়ায় জেলায় এ পর্যন্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৪২ জন। এর মধ্যে, বোয়ালমারীতে ১৭ জন, সদর উপজেলায় আট জন, নগরকান্দায় ছয় জন, ভাঙ্গায় তিন জন এবং চরভদ্রাসন, আলফাডাঙ্গা, সদরপুর ও মধুখালীতে দুজন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন আরও জানান, জেলায় এ পর্যন্ত সাত জন সুস্থ হয়েছেন। এর মধ্যে, নগরকান্দার রয়েছেন চার জন এবং বোয়ালমারী, চরভদ্রাসন ও ভাঙ্গায় একজন করে সুস্থ হয়েছেন।
Comments