দক্ষিণ কোরিয়ার বার ও ক্লাব থেকে দ্বিতীয় দফা সংক্রমণ
দক্ষিণ কোরিয়ায় নতুন করে আবারও শুরু হয়েছে করোনাভাইরাসের সংক্রমণ। লকডাউন শিথিল করার পরই দেশটিতে দ্বিতীয় দফা সংক্রমণের আশঙ্কা দেখা গেছে।
দেশটিতে ১০২ জন করোনা আক্রান্তের সঙ্গে সিউলের ব্যস্ততম এলাকা ইতায়েওয়ানের বার ও ক্লাবগুলোর সম্পৃক্ততা পাওয়া গেছে।
দ্য কোরিয়া হ্যারাল্ড জানায়, ইতায়েওয়ানের এই ক্লাব ও বারই এখন দক্ষিণ কোরিয়ায় করোনা সংক্রমণের সবচেয়ে বড় ক্লাস্টার। গত সোমবার দেশটিতে নতুন করে ২৭ জনের করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৯৩৬ জন।
সিউলের মেয়র পার্ক ওন জানান, গত সপ্তাহের তথ্য অনুসন্ধান করে ১০ হাজার ৯০৫ জনের তালিকা পেয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। নতুন ক্লাস্টার থেকে অনুসন্ধানের মাধ্যমে ৭ হাজার ২৭২ জনকে খুঁজে বের করে করোনা পরীক্ষা করা হয়েছে।
এদিকে, দেশটিতে নতুন করে আতঙ্ক বাড়াচ্ছেন উপসর্গহীন রোগীরা। এমন রোগীর সংখ্যা ৩৬ শতাংশের বেশি। এই সংখ্যা বাড়ছে দ্রুত গতিতে।
দ্বিতীয় ধাপে সংক্রমণ আরও বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছেন মেয়র পার্ক ওন।
Comments