করোনায় বাতিল ফ্লাইটের যাত্রীরা পুরনো টিকিটে ভ্রমণ করতে পারবেন
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে উদ্ভুত পরিস্থিতিতে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীরা পুরনো টিকিটেই ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আজ বুধবার দুপুরে হোয়াটসঅ্যাপ মেসেজে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাব্বির হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
এতে বলা হয়, আগামী বছরের ১৪ মার্চ পর্যন্ত বিমানের অব্যবহৃত টিকিটে ভ্রমণ করা যাবে। চাইলে এই সময়ের মধ্যে যাত্রীরা টিকিট বাতিল করে অর্থ ফেরত নিতে পারবেন।
Comments