বিশ্বকাপ বাছাই পিছিয়ে যাওয়ায় বরং স্বস্তিতে রুমানা

rumana ahmed
রুমানা আহমেদ। ছবি: বিসিবি

করোনাভাইরাস মহামারির কারণে খেলা বন্ধ, নেই অনুশীলনও। অনিশ্চিত সময়ে বাতিল বা স্থগিত হচ্ছে একের পর এক সূচি। জুলাইতে সূচি থাকা মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বও তাই স্থগিত হয়ে গেছে। এতে অবশ্য খারাপের চেয়ে ইতিবাচক দিকটাই বেশি দেখছেন বাংলাদেশ নারী দলের ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদ।

চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি রুমানা। চোট সেরে বিশ্বকাপ বাছাই দিয়েই ফেরার কথা ছিল তার। করোনার কারণে খেলা পিছিয়ে যাওয়ায় হতাশ হওয়াই হতো স্বাভাবিক। কিন্তু রুমানা যেন শাপেভর দেখছেন এটাকে।

সেরা অবস্থায় নামতে তার ও দলের কিছুটা বাড়তি সময় বেশ কাজের বলে মনে করছেন এই অলরাউন্ডার,  ‘মহামারির এই সময়ে টুর্নামেন্ট স্থগিত হতে পারে এরকম একটা ধারণা করছিলাম। তবে নিশ্চিত ছিলাম না। আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসায় এখন কিছুটা স্বস্তি পাচ্ছি। কারণ দীর্ঘদিন আমরা মাঠের বাইরে। ঘরে বসে যতই ফিটনেস নিয়ে কাজ করি না কেন, মাঠে থেকে ফিটনেস নিয়ে কাজ করার মতো হচ্ছিল না।’

রুমানার মতে হুট করে আন্তর্জাতিক ক্রিকেট শুরু হলে অপ্রস্তুত অবস্থায় পড়তেন তারা। পরিস্থিতি স্বাভাবিক হলে নির্ভার থেকে নিজেদের তৈরি করতে পারবেন তারা,  ‘এখন অনুশীলনের জন্য যথেষ্ট সময় পাওয়া যাবে আশা করি। সেই সময়টাকে কাজে লাগিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য পুরোপুরি ফিট করতে পাবে ক্রিকেটাররা। এখন নতুন করে পরিকল্পনা সাজাতে হবে আমাদের।’

৩ থেকে ১৯ জুলাই ১০ দলকে নিয়ে শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল ২০২১ সালের ওয়ানডে বিশ্বকাপের বাছাই। আইসিসি জানিয়েছে, অংশগ্রহণকারী দল ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে টুর্নামেন্টের নতুন দিন তারিখ ঠিক করবে তারা।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago