সংগ্রাম সম্পাদকের জামিন আবেদন খারিজ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।

সংগ্রাম সম্পাদকের আইনজীবীকে করোনা পরবর্তী সময়ে আদালতের স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ার পর জামিন আবেদন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বেঞ্চ।

আবুল আসাদের আইনজীবী শিশির মনির দ্য ডেইলি স্টারকে জানান, হাইকোর্টের আদেশের ফলে তার মক্কেল এখনই কারাগার থেকে ছাড়া পাচ্ছেন না। আবুল আসাদ বর্তমানে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আছেন।

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা কাদের মোল্লাকে গত বছরের ১২ ডিসেম্বর সংগ্রামের প্রতিবেদনে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করা হয়।

ওই সংবাদ প্রকাশের পর মোহাম্মদ আফজাল নামে একজন মুক্তিযোদ্ধা সংগ্রামের সম্পাদক আবুল আসাদের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

Comments

The Daily Star  | English

Trump announces a US trade deal with Vietnam

US would set rates on many Vietnamese exports at 20%; US cars may get preferential access to Vietnam's market.

1h ago