'এমবাপে যেন উসাইন বোল্ট'

মাত্র ১৯ বছর বয়সেই করেছেন বিশ্বজয়। মেসি-রোনালদোদের পরবর্তী যুগটা এ তরুণ ফুটবলারের হবে বলে মনে করে থাকেন ফুটবল বোদ্ধারা। বিশেষকরে তার ক্ষিপ্র গতিতে মুগ্ধ সবাই। আর ফুটবল মাঠের মতো অনুশীলনেও দুর্দান্ত প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ফরাসী ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। সতীর্থদের চোখে তিনি যেন উসাইন বোল্ট।
kylian mbappe
ছবি: এএফপি

মাত্র ১৯ বছর বয়সেই করেছেন বিশ্বজয়। মেসি-রোনালদোদের পরবর্তী যুগটা এ তরুণ ফুটবলারের হবে বলে মনে করে থাকেন ফুটবল বোদ্ধারা। বিশেষকরে তার ক্ষিপ্র গতিতে মুগ্ধ সবাই। আর ফুটবল মাঠের মতো অনুশীলনেও দুর্দান্ত প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ফরাসী ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। সতীর্থদের চোখে তিনি যেন উসাইন বোল্ট।

সম্প্রতি ক্রীড়াভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপেকে বোল্টের সঙ্গে তুলনা দিয়ে তার উচ্ছ্বসিত প্রশংসা করেন তার ক্লাব সতীর্থ আন্দের হেরেরা, 'অনুশীলনে কখনও কখনও মনে হয়, সে যেন শিশুদের সঙ্গে অনুশীলন করছে। যেভাবে সে দৌড়ায়, নড়াচড়া করে, সবাইকে সে তার পেছনে ফেলে দেয়। দেখে মনে হয়, আমরা ১২ বছরের বাচ্চা, আর সে উসাইন বোল্ট।'

শুধু নিজের গতিতেই সেরা নন এমবাপে, গতি নিয়ন্ত্রণও করতে পারেন দারুণ। ক্ষিপ্র গতিতে এগিয়ে গিয়ে হঠাৎ থামিয়ে দেওয়াতেও পারদর্শী। সে কারণে সবার কাছ থেকে আলাদা করেছে এ ফরাসী তরুণকে। হেরেরার ভাষায়, 'গোলরক্ষকের সামনে গিয়ে হঠাৎ গতি কমিয়ে দিতে পারে এবং ঠাণ্ডা মাথায় অনেক গোল করার সামর্থ্য আছে তার। এটি সহজ নয়।'

আর এ সকল কারণে আগামী কয়েক বছরের মধ্যে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি'অর জয়ের ভালো সম্ভাবনা দেখেন এ স্প্যানিশ মিডফিল্ডার, 'গতি, শক্তি আর গোল করার সামর্থ্যের মাঝে ভারসাম্য আছে তার। ২০২৫ সালে সে ব্যালন ডি'অর বিজয়ী হতে পারে।'

এছাড়া আরেক সতীর্থ ব্রাজিলিয়ান তারকা নেইমারেরও উচ্ছ্বসিত প্রশংসা করেন হেরেরা, 'আমার ক্যারিয়ারে সে অন্যতম বড় এক বিস্ময়। সে প্রতিদিন আনন্দে থাকে, যা দলকে শক্তিশালী করে তুলছে। সে তার বাড়িতে রাতের খাবারের আয়োজন করে, যেন আমরা একত্রিত হতে পারি। সে আমাদের যত বেশি সম্ভব ট্রফি জেতানোর চেষ্টা করে। সব সময় হাসিখুশি থাকে এবং দলকে চাঙ্গা রাখে। সে আমাকে বলেছে, অন্য যে কোনো সময়ের চেয়ে ক্লাবে এখন সে অনেক ভালো আছে।'

উল্লেখ্য, ২০১৭ সালের মোনাকো থেকে ধারে পিএসজিতে যোগ দেন এমবাপে। পরের বছর ১৩০ মিলিয়ন পাউন্ড খরচ করে তাকে পাকাপাকিভাবে কিনে নেয় দলটি। ক্লাবে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত মোট ১২০টি ম্যাচ খেলে ৯০টি গোল করেছেন ২১ বছর বয়সী এ তরুণ। পাশাপাশি ৪৯টি গোলে সহায়তাও করেছেন। গত দুই মৌসুম ধরেই লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার জিতেছেন এ তরুণ।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago