করোনাভাইরাস

উড়োজাহাজের সিটে পরিবর্তন, স্বাস্থ্যকর্মীদের জন্যে বিনামূল্যে ভ্রমণ সুবিধা

করোনাভাইরাস মহামারিতে বিশ্বের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে বাধ্যতামূলকভাবে ফেস মাস্ক ব্যবহার, শরীর জীবাণুমুক্তকরণ বুথ বসানোর পাশাপাশি সামাজিক দুরত্বের নিয়ম চালু করা হয়েছে। যাত্রীদের সুরক্ষা বিবেচনা করে এভিয়েশন সিট ডিজাইনাররা উড়োজাহাজের ভেতরের নকশা নিয়েও পরীক্ষা করছেন।

সিএনএন জানায়, দূরত্ব রাখতে ইকোনমি ক্লাস উড়োজাহাজে পাশাপাশি তিন সিটের মাঝেরটি ফাঁকা রাখার ব্যাপারে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি, সিটগুলোর চারপাশে প্রতিরক্ষামূলক শিল্ড স্থাপন করা হতে পারে।

ফরাসি বিমান প্রকৌশলী ফ্লোরিয়ান বারজট জানান, এয়ারলাইনসগুলো কেবিনের সম্পূর্ণ নকশা পরিবর্তন করার পক্ষপাতি না। তার প্রতিষ্ঠানের নকশা অনুযায়ী উড়োজাহাজগুলোতে সিটের পেছনে একটি সুরক্ষা প্যানেল এবং দুই সিটের মাঝখানে আরেকটি সুরক্ষা প্যানেল বসবে। ইকোনমি ক্লাসের ক্ষেত্রে মাঝের সিটের উপরে সুরক্ষা শিল্ড বসবে। এতে করে যাত্রীদের মাঝে দুরত্ব বজায় থাকবে।

বারজট জানান, এগুলো বসানোর প্রক্রিয়া সহজ। সুরক্ষা শিল্ড উৎপাদনেও খুব বেশি খরচ হবে না।

স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়ে কাতার এয়ারওয়েজের ফ্রি টিকেট

করোনা মহামারিতে প্রথম প্রথম সাড়াদানকারী স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়ে কাতার এয়ারওয়েজ বিনামূল্যে ১ লাখ টিকেট দিচ্ছে। স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কাতার এয়ারওয়েজের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘আপনাদের আপ্রাণ প্রচেষ্টা আমাদেরকে এ অনিশ্চয়তার সময়ে আশার আলো দেখাচ্ছে।’

স্বাস্থ্যকর্মীরা ইকোনমি ক্লাসের দুটি টিকিট বিনামূল্যে পাবেন। এছাড়াও তাদের জন্য দোহার হামদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ডিউটি ফ্রি শপে ৩৫ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে।

এ অফারটি পেতে ১২ থেকে ১৮ মে’র মধ্যে কাতার এয়ারওয়েজের ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফরম পূরণ করতে হবে।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago