বাংলাদেশে এমিরেটসের কার্গো ফ্লাইট চালু

বাংলাদেশের সঙ্গে ফের কার্গো ফ্লাইট চালু করেছে এমিরেটস এয়ারলাইন্স। গতকাল মঙ্গলবার এক মাসের জন্য তাদের পণ্য পরিবহন শাখা-স্কাইকার্গো চালু হয় বলে জানিয়েছে বাংলাদেশ এমিরেটস।
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে ফের কার্গো ফ্লাইট চালু করেছে এমিরেটস এয়ারলাইন্স। গতকাল মঙ্গলবার তাদের পণ্য পরিবহন শাখা-স্কাইকার্গো চালু হয় বলে জানিয়েছে বাংলাদেশ এমিরেটস।

সপ্তাহে দুই দিন মঙ্গল ও বৃহস্পতিবার এই ফ্লাইট পরিচালনা করা হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, যাত্রীবাহী বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজে করে পণ্য পরিবহন করা হবে।

বাংলাদেশে এমিরেটসের কার্গো ম্যানেজার শেখ ইদ্রিস আলী জানান, বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে স্কাইকার্গো সব সময়ই অগ্রণী ভূমিকা পালন করেছে। স্থানীয় শিল্পকে বিশ্ববাজারে পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, অন্য যে কোনো সময়ের চেয়ে এই মুহূর্তে এয়ার কার্গোর গুরুত্ব অনেক বেশি। আর এই দায়িত্ব আমরা গুরুত্বসহকারে নিয়েছি। এক্ষেত্রে নিরাপত্তা ইস্যুকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ধারণা করা হচ্ছে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, পিপিই, ফেসমাস্ক, ওষুধসহ প্রয়োজনীয় পণ্য ইউরোপ ও আমেরিকায় পাঠানো হবে এবং অন্যদিক থেকে কারখানার যন্ত্রপাতি ও পণ্যের কাঁচামাল কার্গোতে করে আমদানি করা হতে পারে।  

Comments