'একজন পরীক্ষায় পজিটিভ এবং সিরি আ বন্ধ'

চীন থেকে উৎপত্তি হলেও করোনাভাইরাস প্রথম ভয়াবহ হয়ে ওঠে ইতালিতেই। মার্কিন যুক্তরাষ্ট্রের পর এখন পর্যন্ত এ দেশটিতেই আক্রান্তের সংখ্যা বেশি। যদিও সাম্প্রতিক সময়ে এর ভয়াবহতা কিছুটা কমেছে। সে কারণে আবারও ফুটবল ফেরানোর আশায় বুক বেঁধেছে ইতালিয়ান লিগ কর্তৃপক্ষ। এরমধ্যে অনুশীলনও শুরু করেছে খেলোয়াড়রা। কিন্তু মাত্র একজন খেলোয়াড়ও যদি কোনো ভাবে করোনাভাইরাসে আক্রান্ত হন তাহলে এ লিগ বন্ধ করে দেওয়ার কোনো বিকল্প নেই বলেই জানিয়েছেন ইতালিয়ান স্বাস্থ্যমন্ত্রী সান্দ্রা জাম্পা।
juventus
গোলের পর জুভেন্টাসের খেলোয়াড়দের উল্লাস। ছবি: এএফপি

চীন থেকে উৎপত্তি হলেও করোনাভাইরাস প্রথম ভয়াবহ হয়ে ওঠে ইতালিতেই। মার্কিন যুক্তরাষ্ট্রের পর এখন পর্যন্ত এ দেশটিতেই আক্রান্তের সংখ্যা বেশি। যদিও সাম্প্রতিক সময়ে এর ভয়াবহতা কিছুটা কমেছে। সে কারণে আবারও ফুটবল ফেরানোর আশায় বুক বেঁধেছে ইতালিয়ান লিগ কর্তৃপক্ষ। এরমধ্যে অনুশীলনও শুরু করেছে খেলোয়াড়রা। কিন্তু মাত্র একজন খেলোয়াড়ও যদি কোনো ভাবে করোনাভাইরাসে আক্রান্ত হন তাহলে এ লিগ বন্ধ করে দেওয়ার কোনো বিকল্প নেই বলেই জানিয়েছেন ইতালিয়ান স্বাস্থ্যমন্ত্রী সান্দ্রা জাম্পা।

সম্প্রতি রেডিও স্টেশন কিসকিস নাপোলিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইতালিয়ান স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'কোন সন্দেহ নেই, কোনো ক্লাবের যদি একজনও কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হন, তাহলে সব কিছু বন্ধ হয়ে যাবে। অটোম্যাটিক কোয়ারেন্টিন শুরু হয়ে যাবে এবং পুরো মৌসুম বন্ধ হয়ে যাবে। যদি আপনি না থামেন, তাহলে এ ভাইরাস আপনাকে থামিয়ে দিবে। ফুটবলকে ভালোবাসা মানে হলো মানুষের যত্ন নেওয়া যারা এটা নিয়ে কাজ করে।'

প্রসঙ্গটা মূলত এসেছে জার্মান ফুটবল লিগ বুন্ডেসলিগা থেকে। গত শুক্রবার দলের সকল খেলোয়াড়কে কোয়ারেন্টিনে পাঠিয়েছে বুন্ডেসলিগা ২'এর ক্লাব ডায়নামো ড্রেসডেন। করোনাভাইরাস পরীক্ষা করার পর সেখানে নতুন দুই খেলোয়াড়ের করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। যে কারণে পুরো দলকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে যেতে হয়েছে। থাকতে হবে ১৪ দিন। এছাড়া এফসি কয়িঁ ও এফসি এরজগেবিরগে উয়ের খেলোয়াড়সহ মতো ১০ জন আক্রান্ত আছেন জার্মানিতে। কিন্তু এমনটা হলে ইতালিতে লিগ শুরুর কোনো সম্ভাবনা নেই বলেই জানান জাম্পা।

গত ৪ মে থেকে খেলোয়াড়দের ব্যক্তিগত অনুশীলনের সুযোগ দিয়েছে ইতালিয়ান সরকার। দলীয় অনুশীলন শুরু হবে আগামী ১৮ মে থেকে। এরপরই লিগ শুরুর তারিখ নিয়ে হবে আলোচনা। গুঞ্জন শোনা যাচ্ছে সিরি আ আগে সিরি বি দিয়ে শুরু হবে স্থগিত হওয়া ফুটবল মৌসুম। কিন্তু এ বিষয়ে সিদ্ধান্ত আসতে আরও এক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন ইতালিয়ান স্বাস্থ্যমন্ত্রী, 'ইতালিয়ান ফুটবল শুরু নিয়ে কথা বলছি তার একটাই মাত্র কারণ সেটা হলো আর্থিক ব্যাপার। সিদ্ধান্তটা ক্রীড়ামন্ত্রী ভিনসেনজো স্পাদাফোরার কাছ থেকে আসবে। আমি যতোটুকু জানি লিগ শুরুর ব্যাপারে সে আরও এক সপ্তাহ সময় নিতে চায়। শুধু ফুটবল না সব খেলার ব্যাপারে।'

উল্লেখ্য, আগামী ১৬ মে থেকে ফের ফুটবল মাঠে গড়ানোর সব কার্যক্রম সেরে ফেলেছে জার্মান বুন্ডেসলিগা কর্তৃপক্ষ। ১২ জুন থেকে স্পেনেও ফুটবল মাঠে ফেরানোর ঘোষণা দিয়েছেন লা লিগা প্রেসিডেন্ট হ্যাভিয়ের তেভাজ। ১ জুন থেকে শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগ। পর্তুগালে লিগা এনওএস ফিরবে ৪ জুন। ২৮ মে থেকে শুরু হচ্ছে ডেনিস সুপারলিগা। এছাড়া এর মধ্যেই পোল্যান্ডে শুরু হয়েছে ফুটবল। ৪ মে থেকে শুরু হয়েছে দক্ষিণ কোরিয়ান কে-লিগ। চলছে বুরুন্ডি, তাইওয়ান, তুর্কমেনিস্তান, কোস্টারিকা ও নিকারুগুয়াতেও। আরও বেশ কিছু দেশ ফুটবল ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

3h ago