নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় ডালিম মিয়া (৩২) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।
গতকাল বুধবার রাতে উপজেলার পুরিন্দা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) গাজী শামীম।
নিহত ডালিম মিয়া নরসিংদীর কান্দাইল গ্রামের আবু সিদ্দিকের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই গাজী শামীম বলেন, ‘পুরিন্দা বাসস্ট্যান্ডের সামনে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নরসিংদীগামী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাচালক ডালিম মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
‘এ ঘটনায় গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। তবে, ঘটনার পর কাভার্ডভ্যানচালক পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে’, বলেন তিনি।
Comments