করোনায় দেশে আরও ১৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০৪১
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৪ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ২৮৩। এ ছাড়া, আক্রান্ত আরও এক হাজার ৪১ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১৮ হাজার ৮৬৩ জনকে শনাক্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৩৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এক হাজার ৪১ জন শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন। মারা গেছেন আরও ১৪ জন। তাদের মধ্যে ১১ জন পুরুষ ও তিন জন নারী। ১৪ জনের মধ্যে নয় জন ঢাকার ভেতরের ও পাঁচ জন চট্টগ্রামের। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে পাঁচ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, পাঁচ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, দুই জনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে, একজনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে ও আরেকজনের বয়স ২১-৩০ বছরের মধ্যে। এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২৮৩ জন।
তিনি আরও জানান, এখন পর্যন্ত ১ লাখ ৫১ হাজার ৯৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।
Comments