রাণীশংকৈলে দুই বোনকে গণধর্ষণের মামলায় গ্রেপ্তার ৫
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুই বোনকে গণধর্ষণের অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ধর্ষণের শিকারদের মধ্যে বড় বোন রাণীশংকৈল থানায় মামলা করার পর বুধবার ভোর পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া পাঁচ জন হলেন, ক্ষুদ্র বাঁশবাড়ী গ্রামের জহিরুল ইসলাম (২৮), মহলবাড়ী এলাকার রুবেল (২৬), উপেন দেব (২৮), ফয়জুল আকতার ওরফে ফজলু (৩৫) এবং দক্ষিণ সন্ধ্যারই গ্রামের মিলন (২০)।
পুলিশ এই মামলার পলাতক আসামি পীরগঞ্জ উপজেলার জগথা গ্রামের আশ্রাফুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান।
মামলার বরাত দিয়ে রাণীশংকৈল থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. খায়রুল আনাম দ্য ডেইলি স্টার কে বলেন, গত সোমবার দুপুরে আসামি জহরুল ইসলাম মোবাইল ফোনে ডেকে উপেনের বাড়িতে নিয়ে গিয়ে পালাক্রমে গণধর্ষণ করে। রাত আটটার দিকে তাদের ভয়ভীতি দেখিয়ে বের করে দিলে সারারাত একটি ভুট্টা খেতে কাটানোর পর মঙ্গলবার সকালে বাড়ি ফেরেন তারা।
পরিবারের লোকজন দুই বোনকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাতে মামলা করার পর ছয় আসামির মধ্যে পাঁচ জনকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
দুই বোনের ডাক্তারি পরীক্ষা শেষে বিচারক ২২ ধারায় তাদের জবানবন্দি লিপিবদ্ধ করেন।
Comments