ভারতকে রুখে দেওয়া ম্যাচের জার্সি নিলামে তুলছেন জামাল

সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, তাসকিন আহমেদসহ আরও অনেক ক্রিকেটার নিজেদের বিভিন্ন স্মারক বিক্রির জন্য তুলেছেন নিলামে। তাদের উদ্যোগে অনুপ্রাণিত হয়ে এগিয়ে এসেছেন জামাল ভূঁইয়াও।
Jamal Bhuiyan
জামাল ভূঁইয়া। ছবি: স্টার (ফাইল)

করোনাভাইরাসের কারণে সংকটে পড়া অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন দেশের বিভিন্ন অঙ্গনের ক্রীড়া তারকারা। তা ছাড়া, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, তাসকিন আহমেদসহ আরও অনেক ক্রিকেটার নিজেদের বিভিন্ন স্মারক বিক্রির জন্য তুলেছেন নিলামে। তাদের উদ্যোগে অনুপ্রাণিত হয়ে এগিয়ে এসেছেন জামাল ভূঁইয়াও। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক নিজের একটি জার্সি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন।

গেল বছর অক্টোবরে এশিয়ান কাপ ও বিশ্বকাপের যৌথ বাছাইপর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। গোটা ম্যাচে দাপট দেখিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। জামালের ফ্রি-কিক থেকে সাদ উদ্দিনের লক্ষ্যভেদে এগিয়েও গিয়েছিল জেমি ডের শিষ্যরা। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে গোল হজম করায় জয় আর পাওয়া হয়নি বাংলাদেশের। ভারতের মাটি থেকে ১-১ গোলের ড্র নিয়ে দেশে ফিরতে হয়েছিল দলকে। স্মরণীয় ওই ম্যাচের জার্সিটি নিলামে তোলার ইচ্ছার কথা জানিয়েছেন জামাল।

বর্তমানে ডেনমার্কে অবস্থানরত এই ৩০ বছর বয়সী তারকা মিডফিল্ডার বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে বলেছেন, ‘ভারতের বিপক্ষে কলকাতাতে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের আমার একটি জার্সি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছি।’

ঘরোয়া লিগে সাইফ স্পোর্টিং ক্লাবকে নেতৃত্ব দেওয়া এই ফুটবলার যোগ করেছেন, ‘আমি জার্সিটি নিলামে তুলতে চাই যাতে আমি প্রাপ্ত অর্থ বাংলাদেশের দরিদ্র মানুষদের জন্য চাল, তেল, ময়দা, মসুর, পেঁয়াজ, আলু, সাবান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস কিনতে ব্যবহার করতে পারি।’

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রকোপে স্থগিত হয়ে গেছে দেশের ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। মাঠে খেলা না থাকায় বেশ কিছুদিন আগে ডেনমার্কে পরিবারের কাছে উড়ে গেছেন জামাল।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago