কুড়িগ্রাম সীমান্তের ৬০০ পরিবার পেল বিজিবির খাদ্য সহায়তা

করোনাভাইরাসের কারণে দেশে চলমান সাধারণ ছুটির কারণে কর্মহীন হয়ে পড়েছেন সীমান্তের বাসিন্দারা। এসব অসহায় মানুষের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশন বিজিবির মাধ্যমে ত্রাণ বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার দুপুরে ২য় ধাপে কুড়িগ্রামের গোড়কমন্ডল, কাশিপুর এবং রামখানা সীমান্তের কর্মহীন ৬০০ দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্যসামগ্রী বিতরণ করছে বিজিবি। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের কারণে দেশে চলমান সাধারণ ছুটির কারণে কর্মহীন হয়ে পড়েছেন সীমান্তের বাসিন্দারা। এসব অসহায় মানুষের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশন বিজিবির মাধ্যমে ত্রাণ বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার দুপুরে ২য় ধাপে কুড়িগ্রামের গোড়কমন্ডল, কাশিপুর এবং রামখানা সীমান্তের কর্মহীন ৬০০ দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সীমান্তের ফুলমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং পশ্চিম রামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ফুলমতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাদ্য সহায়তা বিতরণ করেন লালমনিরহাট ১৫-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম তৌহিদুল আলম। আর পশ্চিম রামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাদ্য সহায়তা বিতরণ করেন উপ-অধিনায়ক মেজর এম এম শাহ আলম। কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য সহায়তা বিতরণ করেন বিজিবি’র কাশিপুর কোম্পানি কমান্ডার।

খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চার কেজি চাল, চার কেজি আটা, দুই কেজি ডাল এবং এক প্যাকেট লবণ দেওয়া হয়।

গত ২৭ এপ্রিল লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক প্রথম ধাপে লালমনিরহাট ৫০০ ও কুড়িগ্রামে ৫০০ পরিবার এবং দ্বিতীয় ধাপে ১৩ ও ১৪ মে লালমনিরহাটে ৪০০ ও কুড়িগ্রামে ৬০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago