৩ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত, কাজীপুর থানা লকডাউন
তিন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হওয়ায় সিরাজগঞ্জের কাজীপুর থানা লকডাউন করেছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ হাসান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কাজীপুর থানার পরিদর্শক ও আরও দুই পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে বিষয়টি জানার পরেই থানা লকডাউন করা হয়েছে। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ১২ সদস্যের একটি দল আনা হয়েছে। আজ সকাল থেকে তারা কাজ শুরু করেছেন। থানা পুলিশের পরিবর্তে আপাতত তারাই দায়িত্ব পালন করবেন।’
জেলা সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বলেন, ‘আক্রান্ত তিন জনকে করোনা রোগীদের জন্য সংরক্ষিত ৩১ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসতে পারেন— আমরা এমন প্রতিটি পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করেছি।’
Comments