সুস্থ হয়ে উঠছেন টাঙ্গাইলের করোনা আক্রান্তরা

সুস্থ হয়ে উঠছেন টাঙ্গাইলের করোনা আক্রান্তরা। জেলায় মোট শনাক্ত ৭৫ জনের মধ্যে ইতোমধ্যে ১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। চিকিৎসাধীন ৫৩ জনের অনেকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তারাও সুস্থ হওয়ার পথে।
স্টার অনলাইন গ্রাফিক্স

সুস্থ হয়ে উঠছেন টাঙ্গাইলের করোনা আক্রান্তরা। জেলায় মোট শনাক্ত ৭৫ জনের মধ্যে ইতোমধ্যে ১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। চিকিৎসাধীন ৫৩ জনের অনেকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তারাও সুস্থ হওয়ার পথে।

এ প্রসঙ্গে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহেদুজ্জামান দ্য ডেইলি স্টারকে জানান, জেলার যে তিন জন রোগী এ পর্যন্ত মারা গেছেন তাদের এক জনের কিডনি জটিলতা ছিল, একজন ছিলেন বয়স্ক এবং অপরজন উপসর্গ নিয়ে মারা যাবার পর জানা যায় তিনি করোনা আক্রান্ত ছিলেন।

স্বাস্থ্য বিভাগের চিকিৎসা গ্রহণ এবং পরামর্শ যথাযথভাবে মেনে চললে অধিকাংশ করোনা রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন উল্লেখ করে ডা. ওয়াহেদুজ্জামান করোনা আক্রান্তদের আতঙ্কিত না হতে এবং সাধারণ মানুষকে করোনা আক্রান্তদের প্রতি আরও মানবিক এবং দ্বায়িত্বশীল হতে অনুরোধ জানান। 

এদিকে জেলার সখীপুর উপজেলায় করোনা আক্রান্ত  মোট ছয় জন রোগীর পাঁচ জনই ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। চিকিৎসা ও দুই দফা পরীক্ষা শেষে স্বাস্থ্য বিভাগ ওই পাঁচজনকে নেগেটিভ ঘোষণা করেছে।

বিষয়টি নিশ্চিত করে শুক্রবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুস সোবহান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আক্রান্ত ছয় জনের মধ্যে একই পরিবারের পাঁচ জন ছিল। এই পাঁচ জনের পরিবারের একজন বাদে বাকি চার জন সুস্থ হয়ে উঠেছেন। বাকী এক জনের দ্বিতীয় দফা পরীক্ষার ফল এখনও পাওয়া যায়নি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তার বিষয়টিও নিশ্চিত হওয়া যাবে।

ডা. সোবাহান বলেন স্বাস্থ্য বিভাগের পরামর্শে ওই পাঁচ জন বাড়িতে চিকিৎসা নিয়ে ভালো হয়েছেন। আক্রান্তদের চিকিৎসায় অ্যান্টিবায়োটিক হিসাবে অ্যাজিথ্রোমাসিন, জ্বরের জন্য প্যারাসিটামল এবং ঠাণ্ডার জন্য অ্যান্টি হিস্টামিন ব্যবহার করা হয়েছে। এছাড়া তাদের পর্যাপ্ত বিশ্রামের পাশাপাশি পুষ্টিকর খাবার যেমন মাছ, ডিম, দুধ, লেবু, কালিজিরা এবং মধু খাবার পরামর্শ দেওয়া হয়েছিল। 

তিনি আরও জানান, এই উপজেলাতে মোট ২৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ২৪৬ জনের ফলাফলে নেগেটিভ এসেছে।    

Comments