খাগড়াছড়ির ২৩৪ দুস্থ পরিবারের পাশে পার্বত্য ভিক্ষু সংঘ

ছবি: সংগৃহীত

করোনা পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার অনেক মানুষ খাদ্য সংকটে ভুগছেন। এই  সংকটে দুস্থ পরিবারের পাশে দাঁড়ালো পার্বত্য ভিক্ষু সংঘ। এ সংগঠনের দিঘিনালা উপজেলা শাখার উদ্যেগে আজ খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলায় দুর্গম নাড়াইছড়ি গ্রামের ১২২ এবং ডিপিপাড়ার ১১২ দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেন।

শুক্রবার সকালে তারা ২৩৪ পরিবারের মাঝে ১০ কেজি চাল, আধা লিটার তেল, আধা কেজি নাপ্পি এবং ১ কেজি লবণ বিতরণ করেন।

দিঘীনালা উপজেলা থেকে ৩০ কিলোমিটার দূরে নাড়াইছড়ি দুর্গম এলাকায় ত্রাণ কার্যক্রমে প্রধান সমন্বয়ক ছিলেন বৌদ্ধ সাধক চন্দ্র কীর্তি থের এবং দিঘিনালা উপজেলা থেকে ১০ কিলোমিটার দূরে ডিপিপাড়ায় সমন্বয়ক ছিলেন ভদন্ত. লোক মিত্র থের।

পার্বত্য ভিক্ষু সংঘের দিঘীনালা শাখার সাধারণ সম্পাদক ভদন্ত. লোক মিত্র থের বলেন, ‘করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এ উদ্যোগ। পার্বত্য ভিক্ষু সংঘ প্রতিষ্ঠাকাল থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও সবসময় পাশে থাকবে।’

তিনি আরও বলেন, ‘আজ প্রথম ধাপে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পরবর্তীতে আরও দেওয়া হবে। যতদিন করোনার প্রভাব থাকবে আমাদের এ সহযোগিতা অব্যাহত থাকবে ‘

উল্লেখ্য, ‘পার্বত্য ভিক্ষু সংঘ’ পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ভিক্ষুদের একটি ঐতিহ্যবাহী সংগঠন। ১৯৫৮ এ সংগঠন প্রতিষ্ঠিত হয়।

Comments

The Daily Star  | English

The constitution: Reforms only after a strong consensus

Constitutional reforms should be done after taking people’s opinions into account, said Dr Kamal Hossain, one of the framers of the constitution.

3h ago