মানবিক সহায়তার তালিকায় সচ্ছলদের নাম, ৪ জনপ্রতিনিধিকে শোকজ

টাঙ্গাইলের বাসাইলে চলমান করোনাভাইরাস জনিত দুর্যোগে মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় সচ্ছলদের তালিকাভুক্ত করার অভিযোগে দুই কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদের দুই সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
টাঙ্গাইল
স্টার অনলাইন গ্রাফিক্স

টাঙ্গাইলের বাসাইলে চলমান করোনাভাইরাস জনিত দুর্যোগে মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় সচ্ছলদের তালিকাভুক্ত করার অভিযোগে দুই কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদের দুই সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

গতকাল বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুন নাহার স্বপ্না এ নোটিশ দেন।

জানা যায়, বাসাইল পৌরসভার সংরক্ষিত ওয়ার্ড ১, ২ ও ৩ এর কাউন্সিল ববিতা খানম মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় উপকারভোগীদের সঙ্গে তার স্বামী মিজানুর রহমান ও সচ্ছল ব্যক্তিদের নাম দিয়ে তালিকা জমা দেন। পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম রিপনও সচ্ছল ব্যক্তিদের নাম দিয়ে তালিকা জমা দেন। এ ছাড়াও, উপজেলার ফুলকি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুর রহমান ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম স্বজনপ্রীতি করে সচ্ছলদের নাম দিয়ে তালিকা জমা দেন।

এ নিয়ে সংশ্লিষ্ট এলাকায় সমালোচনা হয়। পরে বিষয়টি উপজেলা প্রশাসন যাচাই-বাছাই করে। এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় উপজেলা প্রশাসন তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেয়।

ইউএনও শামছুন নাহার স্বপ্না বলেন, ‘স্বজনপ্রীতি করে সচ্ছল ও ধনী ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার ঘটনায় চার জন জনপ্রতিনিধিকে শোকজ করা হয়েছে। আগামী ১৮ মের মধ্যে তাদেরকে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।’

এ ছাড়াও, উপজেলার সব ওয়ার্ডের তালিকা যাচাই-বাছাই করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। 

 

 

Comments

The Daily Star  | English

DMCH doctors threaten strike after assault on colleague

A doctor at Dhaka Medical College Hospital (DMCH) was allegedly assaulted yesterday after the death of a private university student there, with some of his peers accusing the physicians of neglecting their duty in his treatment

4h ago