ব্রাহ্মণবাড়িয়ায় শপিংয়ে এসে পুলিশের ভয়ে হারানো শিশুর এক ঘণ্টা পর সন্ধান
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শহরের সড়ক বাজারের শপিং কমপ্লেক্সে নিজের শিশু সন্তানসহ ঈদের কেনাকাটা করতে আসেন এক নারী। কিন্তু, পুলিশের ভয়ে জুতার দোকান থেকে বের হয়ে মা-সন্তান বিচ্ছিন্ন হয়ে যান।
নিজের সন্তানকে না পেয়ে সেখানে কান্না শুরু করেন ওই নারী। পরে শিশুটির সন্ধানের মাইকিং শুরু করে পুলিশ। ঘণ্টাখানেক পর জানা যায়, নয় বছর বয়সী শিশু নিজেই অটোরিকশা করে বাড়িতে চলে গেছে।
আখাউড়া থানা পুলিশ ও সড়ক বাজারের একাধিক ব্যবসায়ী জানান, ব্রাহ্মণবাড়িয়ার বরিশল থেকে আজ সকালে ঈদের বাজার করতে আসেন ওই নারী। এ সময় পুলিশ টহল দিতে এলে ওই নারী ও তার সঙ্গে থাকা শিশুটি জুতার দোকান থেকে বেরিয়ে আলাদা হয়ে যান। নিজের মেয়েকে তাৎক্ষণিক খুঁজে না পেয়ে তিনি কান্নাকাটি শুরু করেন। এ সময় আখাউড়ার থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম মাইকে শিশু হারিয়ে যাওয়ার ঘোষণা দেন। প্রায় এক ঘণ্টা পর খবর পাওয়া যায় ওই শিশু নিজে নিজে তার বাড়িতে চলে গেছে।
জানা যায়, গত তিন-চারদিন ধরে আখাউড়ায় ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সঙ্গে প্রশাসনের কর্তাব্যক্তিদের চলছে চোর-পুলিশ খেলা। ভোর থেকেই পৌর এলাকাসহ গ্রামে-গঞ্জের সবধরনের দোকানপাট খুলে বসছেন ব্যবসায়ীরা। ভ্রাম্যমাণ আদালত, পুলিশ কিংবা সংশ্লিষ্টদের উপস্থিতির কথা জানলেই কিছু সময়ের জন্য বন্ধ করা হচ্ছে দোকানের শাটার।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা জানান, ক্রেতা-বিক্রেতাকে জরিমানা করেও বাজারে লোক সমাগম কমানো যাচ্ছে না। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত ক্রেতা-বিক্রেতাকে জরিমানার পাশাপাশি কয়েকটি দোকানে তালাও লাগিয়ে দেন। এতেও দোকান বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে না।
Comments