লকডাউনের মধ্যেও সংরক্ষিত বন থেকে গাছ পাচার
লকডাউনের মধ্যেও বান্দরবানের গহীন রিজার্ভ ফরেস্ট বা সংরক্ষিত বন থেকে গাছ পাচার হচ্ছে বলে জানিয়েছেন লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কাইসার।
আজ শুক্রবার খুব ভোরে লামা বন বিভাগ ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বমু বিলছড়ি রিজার্ভ ফরেস্ট থেকে পাচার হওয়া প্রায় ১২০ ঘন ফুটের বড় বড় বৃক্ষ জব্দ করেন।
এ তথ্য নিশ্চিত করেন বন কর্মকর্তা এস এম কাইসার। তিনি বলেন, ‘এই বৃক্ষগুলো জীববৈচিত্র্য সমৃদ্ধ রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
এই ঘটনায় এক জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
উদ্ধার হওয়া গর্জন ও তেলশুর গাছগুলোর বয়স বিশ বছরের বেশি বলে মনে করছেন ওই বন কর্মকর্তা।
Comments