ঠাকুরগাঁওয়ে হাসপাতালের কর্মীসহ আরও ৩ জনের করোনা শনাক্ত
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক পরিচ্ছন্নতা কর্মীসহ তিন জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২৮ জনের করোনা শনাক্ত হলো।
জেলা সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার আজ শুক্রবার রাতে দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আজ হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩২ বছর বয়সী এক পরিচ্ছন্নতা কর্মীর করোনা শনাক্ত হয়েছে। তাকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আজ শনাক্ত হওয়া অপর দুজন হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার ২১ বছর বয়সী এক তরুণী ও পীরগঞ্জ উপজেলার ২২ বছর বয়সী এক তরুণ।
শনাক্ত হওয়া নতুন তিন জনের কোনো উপসর্গ ছিল না বলেও জানান সিভিল সার্জন।
জেলা স্বাস্থ্য বিভাগ ইতিমধ্যে ১৫ জনকে করোনামুক্ত ঘোষণা করেছে।
Comments