করোনাভাইরাস

মৃত্যু ৩ লাখ ৭ হাজার, আক্রান্ত ৪৫ লাখের বেশি

বিশ্বব্যাপী নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। ইতোমধ্যে ৩ লাখের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৪৫ লাখ। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় সাড়ে ১৬ লাখ মানুষ।
করোনাভাইরাসের সংক্রমণস্থল চীনের হুবেই প্রদেশের উহান শহরের বাসিন্দাদের নিউক্লিক অ্যাসিড পরীক্ষা করানোর কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা। ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। ইতোমধ্যে ৩ লাখের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৪৫ লাখ। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় সাড়ে ১৬ লাখ মানুষ।

আজ শনিবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ ৪২ হাজার ৭৫২ জন এবং মারা গেছেন ৩ লাখ ৭ হাজার ৬৯৬ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৬ লাখ ৩৭ হাজার ৬৮ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৪৩ হাজার ১৮৮ জন এবং মারা গেছেন ৮৭ হাজার ৫৫৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২ লাখ ৫০ হাজার ৭৪৭ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে রাশিয়ায়। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬২ হাজার ৮৪৩ জন এবং মারা গেছেন ২ হাজার ৪১৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৫৮ হাজার ২২৬ জন।

যুক্তরাষ্ট্রের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাজ্যে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৪ হাজার ৭৮ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ হাজার ৪৭ জন।

এ ছাড়া, ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩০ হাজার ১৮৩ জন, মারা গেছেন ২৭ হাজার ৪৫৯ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৭৮৩ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৩ হাজার ৮৮৫ জন, মারা গেছেন ৩১ হাজার ৬১০ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ২০ হাজার ২০৫ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৬৩০ জন, মারা গেছেন ২৭ হাজার ৫৩২ জন এবং সুস্থ হয়েছেন ৬০ হাজার ৫৬২ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ২৩৩ জন, মারা গেছেন ৭ হাজার ৮৯৭ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫১ হাজার ৫৯৭ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৩৫ জন, মারা গেছেন ৬ হাজার ৯০২ জন এবং সুস্থ হয়েছেন ৯১ হাজার ৮৩৬ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৪৫৭ জন, মারা গেছেন ৪ হাজার ৫৫ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৬ হাজার ১৩৩ জন।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলেও। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২০ হাজার ২৯১ জন, মারা গেছেন ১৪ হাজার ৯৬২ জন এবং সুস্থ হয়েছেন ৮৪ হাজার ৯৭০ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৩৮ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৭ জন এবং সুস্থ হয়েছেন ৭৯ হাজার ২৮১ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ২০ হাজার ৬৫ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ২৯৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৮২ জন।

Comments

The Daily Star  | English

One month of interim govt: Yunus navigating thru high hopes

A month ago, as Bangladesh teetered on the brink of chaos after the downfall of Sheikh Hasina, Nobel Laureate Muhammad Yunus returned home to steer the nation through political turbulences.

6h ago