১ মণ পচা মাংস জব্দ
যশোরের বেনাপোল বাজারে অভিযান চালিয়ে এক মণ পচা মাংস জব্দ করেছে পোর্ট থানা পুলিশ। আজ শনিবার স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বেনাপোল বাজারে অভিযান চালায়।
এক মণ মাংস জব্দ করে কেরোসিন তেল মিশিয়ে মাটি চাপা দেওয়া হয়। বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মিজান কসাইদের একটি সিন্ডিকেট পচা মাংস বিক্রি করে আসছিল। গভীর রাতে তারা মরা ও রুগ্ন গরু জবাই করতো। মাংস জব্দ করলেও জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ভুক্তভোগীরা।
অভিযান চলাকালে বেনাপোল পৌর এলাকার দিঘিরপাড় গ্রামের সাহেব আলী উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘আমি গত সপ্তাহে মিজানের দোকান থেকে মাংস কিনে খেতে পারিনি। এ রকম অনেক ভুক্তভোগী আছে।’
পৌর কসাইখানায় বেনাপোল বাজারের সব গরু-ছাগল জবাই হয়। যার দায়িত্বে আছেন বেনাপোল পৌর স্যানিটারি ইনস্পেকটর রাশিদা বেগম।
তিনি বলেন, ‘রুগ্ন গরুটি কসাইখানায় জবাই হয়নি।’
এ প্রসঙ্গে শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বেনাপোল পৌর স্যানিটারি ইনস্পেকটর রাশিদা বেগম অভিযানে ছিলেন। কসাই সিন্ডিকেটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
Comments