টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বন্দুকযুদ্ধে আরিফুল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার ভোররাত ৩টার দিকে সদর ইউনিয়নের মহেষখালীয়া পাড়ায় মৎস্যঘাটে বন্দুকযুদ্ধ হয়।
Gunfight_New_Logo
স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বন্দুকযুদ্ধে আরিফুল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার ভোররাত ৩টার দিকে সদর ইউনিয়নের মহেষখালীয়া পাড়ায় মৎস্যঘাটে বন্দুকযুদ্ধ হয়।

আরিফুল টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য নুরুল ইসলামের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আরিফুল ইসলাম ওরফে আরিফ হত্যাসহ ছয়টি মামলার পলাতক আসামি। সে মহেষখালীয়া পাড়ায় মৎস্যঘাটে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরিফের সহযোগীরা গুলি চালাতে শুরু করে। এতে তিন পুলিশ সদস্য সহকারী উপপরিদর্শক রামধন দাশ ও সাইফুদ্দীন এবং কনস্টেবল রমন দাশ সামান্য আহত হন।’

‘আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে আরিফকে গুলিবিদ্ধ অবস্থায়  পাওয়া যায়। তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে নেওয়ার পরে জরুরি বিভাগের চিকিৎসক আরিফুলকে মৃত ঘোষণা করেন’— বলেন প্রদীপ কুমার দাস।

জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহীন মোহাম্মদ আবদুর রহমান চৌধুরী বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

প্রদীপ কুমার দাস আরও বলেন, ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি লম্বা বন্দুক ও গুলি উদ্ধার করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Former public admin minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

38m ago