রংপুরে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার বড়বিল ইউনিয়নের বালাপাড়া গ্রাম থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— হাফিজুল ইসলাম (৩০), তার স্ত্রী ফাতেমা বেগম (২৫) ও তাদের দেড় বছর বয়সী কন্যা শিশু হুমায়রা।

বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজালুল হক রাজু বলেন, ‘ফাতেমা ও তার মেয়েকে গলা কেটে হত্যা করা হতে পারে। দুজনের মরদেহ বিছানায় পড়েছিল। হাফিজুলের মরদেহ ঝুলছিল, প্রতিবেশীরা মাটিতে নামিয়ে রাখে। গত রাতে কোনো এক সময় পারিবারিক বিরোধের জেরে হাফিজুল নিজেই তার স্ত্রী ও শিশু সন্তানকে ধারালো কিছু দিয়ে গলা কেটে হত্যার পর নিজে আত্মহত্যা করে থাকতে পারেন।’

এ প্রসঙ্গে জানতে চাইলে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশান্ত কুমার সরকার বলেন, ‘সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।’

Comments

The Daily Star  | English

Israel stands down alert after Iran missile launch

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

22h ago