করোনাভাইরাস

গত ২৪ ঘণ্টায় শনাক্ত আরও ৯৩০, মৃত ১৬ জন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৯৩০ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ হাজার ৯৯৫ জনে দাঁড়িয়েছে। একই সময়ে মারা গেছেন আরও ১৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩১৪ জন।

আজ শনিবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৭৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৯৩০ জন শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ২০ হাজার ৯৯৫ জন। মারা গেছেন আরও ১৬ জন। তারা সবাই পুরুষ ছিলেন। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে, তিন জনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে, ছয় জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, পাঁচ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে ও আরেকজনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে। এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩১৪ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৩৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ১১৭ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

Comments

The Daily Star  | English

Bangladesh women's football team qualify for Asian Cup

Bangladesh women's football team made history as they qualified for the AFC Women's Asian Cup for the first time. 

21m ago