মানিকগঞ্জে আরও ৮ জনের করোনা শনাক্ত
মানিকগঞ্জে নতুন করে আট জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে।
আজ শনিবার বিকালে জেলা সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, নতুন আক্রান্তদের মধ্যে সাটুরিয়া উপজেলার পাঁচ জন এবং তিন জনের বাড়ি ঘিওর উপজেলায়। তাদের বাড়িতেই আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যেকের বাড়ি লকডাউন করা হবে। ইতোমধ্যে যারা তাদের সংস্পর্শে এসেছেন, তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হবে।
‘গত ২৪ ঘণ্টায় ১১৪ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন আমাদের হাতে এসেছে। এ পর্যন্ত জেলায় মোট এক হাজার ৩২৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ১২ শ প্রতিবেদন পাওয়া গেছে। তাতে মোট আক্রান্তের সংখ্যা ৪০। সুস্থ হয়ে বাড়িতে আছেন ২৫ জন এবং বাকি ১৫ জন তাদের বাড়িতে আইসোলেশনে আছেন। এ ছাড়া মোট দুই হাজার ১৮০ জন কোয়ারেন্টিনে ছিলেন। এখন আছেন ১০৭ জন’— বলেন ডা. আনোয়ারুল আমিন আখন্দ।
Comments