ঝিনাইদহে গৃহবধূকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের মহেশপুরে গৃহবধূ রাফেজা খাতুন লতি (২৬) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

রাফেজা মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বদ্দিপুর গ্রামের রমজান আলীর স্ত্রী। তার স্বামী রমজান মাদক মামলায় কারাগারে আছেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ হোসেন খান জানান, গতকাল রাতে গৃহবধূ রাফেজা খাতুন দেড় বছরের সন্তানসহ নিজ ঘরে ঘুমিয়েছিলেন। আনুমানিক ভোর রাত তিন টার দিকে জানালা খুলে ঘরে ঢুকে দুর্বৃত্তরা রাফেজাকে কুপিয়ে পালিয়ে যায়। রাফেজার চিৎকারে প্রতিবেশীরা তার বাড়িতে গিয়ে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টার দিকে মারা যান ওই গৃহবধূ।

কে বা কারা, কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি।

মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ বি এম শহীদুল ইসলাম জানান, রাফেজার স্বামী মাদক কারবারের সঙ্গে জড়িত। ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষের সঙ্গে দ্বন্দ্বের জেরে খুন হয়ে থাকতে পারেন রমজানের স্ত্রী।  

 

Comments

The Daily Star  | English
three patients died of dengue fever

6 more die of dengue

1,297 patients hospitalised in the last 24 hours till this morning

22m ago