বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ঘরে ব্লুমস কাটিগ্রাম’র ঈদ উপহার
মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ব্লুমস কাটিগ্রাম।
আজ শনিবার ৫৬টি পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেয় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। এ সময় আটিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর-এ-আলম সরকার, কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান বিপ্লব হোসেন সেলিম, প্রতিষ্ঠানটির সভাপতি জি. আর শওকত আলী, সদস্য সচিব শামসুজ্জামান শামস, পরিচালক (প্রশাসন) নূর সিদ্দিকী, বিদ্যালয়ের পরিচালক জাহাঙ্গীর আলম, শিক্ষক শামিমা সুলতানা, রাজিব আহমেদ উপস্থিত ছিলেন।
রাজধানীর গুলশানে হোলি আর্টিজান হামলায় নিহত সহকারী পুলিশ কমিশনার রবিউল করিম বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ব্লুমস কাটিগ্রাম শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন।
শামসুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘প্রত্যেককে ১০ কেজি চাল, দেড় কেজি পোলাও চাল, এক প্যাকেট সেমাই, দুই কেজি চিনি, এক কেজি লবণ, এক লিটার সয়াবিন তেল, তিন কেজি আলু, এক প্যাকেট করে হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়া, দুটি সাবান, এক প্যাকেট টোস্ট বিস্কুট ও দুই কেজি মসুর ডাল দেওয়া হয়েছে।’
Comments