মানিকগঞ্জে করোনা আক্রান্ত নারীর মৃত্যু
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার করোনা আক্রান্ত ৫০ বছর বয়সী এক নারী মারা গেছেন। আজ শনিবার দুপুর ২টার দিকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা ইয়াসমিন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'ওই নারীকে গত ৮ মে শ্বাসকষ্ট ও অন্যান্য শারীরিক সমস্যা নিয়ে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই সেখানে তার নমুনা সংগ্রহ করা হয় এবং পরদিন ৯ মে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়।'
এ ঘটনায়, ১০ মে উপজেলা প্রশাসন ওই নারীর বাড়ি লকডাউন ঘোষণা করে।
পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান ইউএনও। ১৩ মে নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাদের সবার করোনা নেগেটিভ এসেছে।
Comments