করোনা উপসর্গ নিয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু, ৪০ বাড়ি লকডাউন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় অমল চন্দ্র রায় (৬০) নামে এক পল্লী চিকিৎসক করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ওই এলাকার ৪০টি বাড়ি লকডাউন করা হয়েছে। করোনা সংক্রমণের উপসর্গ দেখা দেওয়ায় পিরোজপুরের মঠবাড়িয়া থেকে বাড়িতে আসেন তিনি। শনিবার তিনি মারা যান। সন্ধ্যায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। মৃত্যুর আগে ১০ দিন তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন।’
Comments