চাল সংগ্রহে অনিয়ম ও কৃষকের থেকে ঘুষ নিচ্ছে কিছুসংখ্যক সরকারি কর্মকর্তা-প্রভাবশালী: দুদক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি এবং কিছু সরকারি কর্মকর্তা চাল সংগ্রহের ক্ষেত্রে অনিয়ম ও কৃষকদের কাছ থেকে ঘুষ নেওয়ার কাজে জড়িত হচ্ছেন।
আজ রবিবার সকালে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের কাছে এই প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি এবং কিছু সরকারি কর্মকর্তা তাদের নিজস্ব সুবিধার জন্য এ জাতীয় অনিয়মের সঙ্গে জড়িত হচ্ছেন।
প্রতিবেদন পাওয়ার পর দুদক চেয়ারম্যান তার কর্মকর্তাদের ধান সংগ্রহে অনিয়মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
তিনি দুদক কর্মকর্তাদের চাল সংগ্রহের অঞ্চলগুলোতে তদারকি জোরদার করতে বলেছেন।
দুদক চেয়ারম্যান বলেন, ‘কেউ যাতে ঘুষ নেওয়ার সুযোগ না পায়, তা নিশ্চিত করতে হবে।’
ইকবাল মাহমুদ জানান যে, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এজেন্ট বা মধ্যস্বত্ত্বভোগীদের কাছ থেকে চাল সংগ্রহের জন্য সরকারি কর্মকর্তাদের ওপর যাতে চাপ প্রয়োগ করতে না পারে, তারা সে ব্যাপারটিও নিশ্চিত করবেন।
Comments