ইফতারে ঠান্ডা পানির জন্য স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক
ইফতারে ঠান্ডা পানি চেয়ে না পেয়ে জগ দিয়ে আঘাত করে স্ত্রীকে খুন করেছে এক পাষণ্ড স্বামী। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
গতকাল শনিবার সন্ধ্যায় এই ঘটনার পর পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের গোয়াতলী গ্রাম থেকে গভীর রাতে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শেলী আক্তার (৩০) ঐ এলাকার কামাল উদ্দিনের স্ত্রী ছিলেন।
পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে ইফতারের সময় ঠান্ডা পানি না আনায় জগ দিয়ে স্ত্রীর কানের নিচে ঘাড়ের কাছে আঘাত করেন স্বামী কামাল।
তিনি বলেন, ‘অজ্ঞান হয়ে যাওয়ায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তারা বিষয়টি গোপন করে মরদেহ বাড়ি নিয়ে যায়। গভীর রাতে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।’
ঘটনাস্থল পরিদর্শন করা পটিয়া থানার এসআই বোরহান উদ্দিন মজুমদার বলেন, ‘কামাল-শেলী দম্পতির আট ও ছয় বছর বয়সী দুই ছেলে রয়েছে। তারা ঘটনার সময় তাদের নানা বাড়িতে ছিল। বাড়িতে ছিলেন শুধু স্বামী-স্ত্রী। ইফতারে পাশের বাসা থেকে থেকে ফ্রিজের পানি আনতে বলা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।’
চিকিৎসক মৃত ঘোষণার পর মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ার পর শেলীর বাবার বাড়ির আত্মীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে যান। ঘটনা জানতে পেরে তারা পুলিশকে জানান। পুলিশ রাত ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়৷
এসআই বোরহান জানান, সুরতহালে মরদেহের ঘাড়ের উপরে একটি এবং কপালে দুটি জখমের চিহ্ন দেখা গেছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, ‘মৃত্যুর খবর শুনে তার স্বামী কামাল ও স্বজনরা পালিয়ে গেছে। তাদের ধরতে অভিযান চলছে।’
Comments