তিন খেলোয়াড় দিয়ে বিনিময়ে এ তরুণকে চায় বার্সেলোনা!

বায়ার লিভারকুসেনের জার্মান মিডফিল্ডার কাই হ্যাভার্টজ। বয়সটা মাত্র ২০। এখনই জাতীয় দলের হয়ে ৭টি ম্যাচ খেলে ফেলেছেন। মেসুত ওজিল, টনি ক্রুসদের উত্তরসূরি হিসেবে অনেকেই ভাবতে শুরু করেছেন তাকে। কিন্তু তারকা খ্যাতি এখনও মিলেনি। সে মিডফিল্ডারকে পেতে মুখিয়ে আছে বার্সেলোনা। এর বিনিময়ে লিভারকুসেনকে তিন খেলোয়াড়কে দিতে চাইছে স্পেনের ক্লাবটি! এমন সংবাদই প্রকাশ পেয়েছে জার্মান গণমাধ্যমগুলোতে।
ফাইল ছবি: এএফপি

বায়ার লিভারকুসেনের জার্মান মিডফিল্ডার কাই হ্যাভার্টজ। বয়সটা মাত্র ২০। এখনই জাতীয় দলের হয়ে ৭টি ম্যাচ খেলে ফেলেছেন। মেসুত ওজিল, টনি ক্রুসদের উত্তরসূরি হিসেবে অনেকেই ভাবতে শুরু করেছেন তাকে। কিন্তু তারকা খ্যাতি এখনও মিলেনি। সে মিডফিল্ডারকে পেতে মুখিয়ে আছে বার্সেলোনা। এর বিনিময়ে লিভারকুসেনকে তিন খেলোয়াড়কে দিতে চাইছে স্পেনের ক্লাবটি! এমন সংবাদই প্রকাশ পেয়েছে জার্মান গণমাধ্যমগুলোতে।

জার্মান ব্রডকাস্টার স্পোর্টস ওয়ান জানিয়েছে, হ্যাভার্টজকে পেতে ডিলের অংশ হিসেবে এমারসন লেইতি, কার্লেস অ্যালেনা ও মার্ক কুকুরেয়াকে দিতে চায় বার্সেলোনা। এ তিন খেলোয়াড়ই বর্তমানে ধারে স্পেনের অন্যান্য ক্লাবে খেলছেন। এমারসন ও অ্যালেনা খেলছেন রিয়াল বেটিসে। লেফট ব্যাক কুকুরেয়া সম্প্রতি ধারে গেতাফেতে যোগ দিয়েছেন। তবে এদের মধ্যে অ্যালেনাই সবচেয়ে পরিচিত। বার্সার হয়ে গত মৌসুমে খেলেছেন ২৭টি ম্যাচ।

লিভারকুসেন হ্যাভার্টজকে বিক্রি করতে নুন্যতম ১০০ মিলিয়ন ইউরো চাইছে বলে সংবাদে প্রকাশ পেয়েছে। কিন্তু বার্সেলোনা এ মৌসুমে অর্থ খরচ করে কোনো খেলোয়াড়কে কিনতে রাজি নয়। তার পরিবর্তে খেলোয়াড় বিনিময়ে প্রাচীন প্রথায় হাঁটতে চায় দলটি। কারণ এ মৌসুমে এমনিতেই আর্থিক সংকটে আছে তারা। করোনাভাইরাস পরিস্থিতি আরও ভয়ানক করে দিয়েছে। যে কারণে ক্লাবের খেলোয়াড়দের বেতন ৭০ শতাংশ কেটে রাখছে তারা।

বুন্ডেসলিগা শেষ দুই মৌসুম ভালোই কাটিয়েছেন হ্যাভার্টজ। ২০১৮/১৯ মৌসুমটা তার জন্য একটু বেশিই ভালো গিয়েছে। ৩৪ ম্যাচে সেবার গোল পেয়েছিলেন ১৭টি। তার দারুণ নৈপুণ্যেই সেবার সেরা চারে থেকে লিগ শেষ করেছিল লিভারকুসেন। চলতি মৌসুমটা অবশ্য সে অর্থে খুব ভালো যাচ্ছেন না। ২২ ম্যাচে এখন পর্যন্ত গোল দিতে পেরেছেন মাত্র ৬টি।

হ্যাভার্টজও নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে আছেন। কদিন আগেই স্পোর্টস বিল্ডকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, 'আমি বড় পদক্ষেপ নেওয়ার জন্য তৈরি আছি। আমার জন্য এটা দেশের বাইরেও হতে পারে। লিভারকুসেন মহান একটি ক্লাব। এখানে আমি ভালো বোধ করছি, এটা আমি সবসময়ই বলেছি। তবে অবশ্যই ক্যারিয়ারে কিছু কারণে আমি পরবর্তী পদক্ষেপ নিব। এটাই আমার ইচ্ছা।'

উল্লেখ্য, হ্যাভার্টজকে পেতে অবশ্য দুই ইংলিশ জায়ান্ট লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডও মুখিয়ে আছে।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

1h ago