ঈদের আগে ১৪ দিনে ৮০০ মিলিয়ন ডলার পাঠিয়েছে প্রবাসীরা
চলতি মাসের প্রথম ১৪ দিনে প্রবাসী বাংলাদেশিরা মহামারির মধ্যেও রেমিট্যান্স পাঠিয়েছেন ৮০০ মিলিয়ন মার্কিন ডলার যা গত বছরের একই সময়ের প্রায় সমান।
গত বছর মে মাসের প্রথম ১৪ দিনে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৮৭১ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, ঈদের কারণে ধার করে হলেও প্রিয়জনদের জন্য প্রবাসীরা এই অর্থ পাঠিয়েছেন। এই নিয়ে চলতি অর্থবছরের শুরু অর্থাৎ ১ জুলাই থেকে ১৪ মে পর্যন্ত ১০ মাস ১৪ দিনে মোট রেমিট্যান্স আসলো ১৫ দশমিক ৬৬ বিলিয়ন ডলার।
একদিকে রেমিট্যান্স অন্যদিকে আমদানি কমে যাওয়ার কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন বেশ সন্তোষজনক রয়েছে। আজ দিন শেষে রিজার্ভের পরিমাণ ছিল ৩২ দশমিক ৮৪ বিলিয়ন ডলার।
Comments