পঞ্চগড়ে ঢাকাফেরত সাবেক ইউপি চেয়ারম্যানের করোনা শনাক্ত
পঞ্চগড়ের বোদা উপজেলার ৬৩ বছর বয়সী এক সাবেক ইউপি চেয়ারম্যানের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
জেলা সিভিল সার্জন মো. ফজলুর রহমান আজ সোমবার সকালে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০ জনে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, করোনা শনাক্ত হওয়া বোদা উপজেলার ওই সাবেক ইউপি চেয়ারম্যান চিকিৎসার কারণে স্ত্রীসহ ঢাকায় ছেলের বাড়িতে ছিলেন।
গত ১৪ মে তার স্ত্রী সেখানে ডায়রিয়ায় মারা গেলে তিনি ১৫ মে গ্রামের বাড়িতে ফিরেন।
সেদিনই ঢাকাফেরত পরিবারের তিন সদস্যসহ লাশের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের ল্যাবে পাঠায় জেলা স্বাস্থ্য বিভাগ।
গতকাল সন্ধ্যায় ওই ব্যক্তির করোনা পরীক্ষার ফল পজিটিভ আসলেও তার মৃত স্ত্রীসহ অন্যান্য সদস্যদের ফল নেগেটিভ আসে।
স্বাস্থ্য বিভাগ জানায়, এখন পর্যন্ত পঞ্চগড় জেলা থেকে করোনা পরীক্ষার জন্য মোট ৭৮৭ জনের নমুনা সংগ্রহ করে বিভিন্ন ল্যাবে পাঠানো হয়েছে।
ইতোমধ্যে ৭৫৬ জনের পরীক্ষার প্রাপ্ত ফলাফলে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে।
বাকি ৩১ জনের নমুনা পরীক্ষার ফল এখনও পাওয়া যায়নি।
Comments