টাঙ্গাইলে নার্সসহ আরও ৯ জনের করোনা শনাক্ত
টাঙ্গাইলে নার্সসহ করোনাভাইরাসে আক্রান্ত আরও নয় জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৮৪ জনে দাঁড়িয়েছে।
আজ সোমবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনাক্তদের মধ্যে চারজন দেলদুয়ার উপজেলার। এ ছাড়া, কালিহাতি, ধনবাড়ী, মধুপুরে, সখিপুর ও সদর উপজেলায় একজন করে রয়েছেন। তাদের মধ্যে একজন নার্সও রয়েছেন।
তিনি আরও সার্জন জানান, গত ১৪ মে পাঠানো নমুনা থেকে চার জন ও ১৫ মে পাঠানো নমুনা থেকে ৫ জনের কোভিড-১৯ পজিটিভ এসেছে।
‘তাদের প্রত্যেকের বসতবাড়ি ও এর আশেপাশের এলাকা লকডাউন করা হয়েছে। এ ছাড়াও, তাদের প্রয়োজনীয় চিকিৎসাসহ যাবতীয় সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে’, যোগ করেন সিভিল সার্জন।
Comments