লক্ষ্মীপুরে চিকিৎসক-জনপ্রতিনিধি-সাংবাদিকসহ আরও ৯ জনের করোনা শনাক্ত
লক্ষ্মীপুরে চিকিৎসক, নার্স, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ করোনাভাইরাসে আক্রান্ত আরও নয় জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৯ জনে।
নতুন শনাক্তদের মধ্যে জেলার রায়পুরে আট জন ও সদর উপজেলায় একজন রয়েছেন। লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার আজ সোমবার দুপুরে দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, লক্ষ্মীপুরে নতুন শনাক্ত হওয়া নয় জনের মধ্যে চিকিৎসক, নার্স, জনপ্রতিনিধি ও সাংবাদিক রয়েছেন।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসেন জানান, উপজেলায় নতুন করে আরও আট জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চার জন চিকিৎসক, দুজন নার্স, একজন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও রায়পুর পৌর এলাকার একজন নারী আছেন। আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নিজাম উদ্দিন জানান, নতুন করে শনাক্ত হওয়া ব্যক্তি জেলার একজন সাংবাদিক। তিনি বাংলাদেশ টেলিভিশন ও আমাদের সময়ে স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করেন।
লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আবদুল গাফফার আরও জানান, জেলায় এ পর্যন্ত ৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও হোম আইসোলেশনে রাখা হয়েছে। aএদের মধ্যে রায়পুরে ৩১ জন, সদর উপজেলায় ২৮ জন, রামগঞ্জে ২২ জন, রামগতিতে ১০ জন ও কমলনগরে আট জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ২৩ জন। হোম আইসোলেশনে আছেন ৪০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ জন। করোনায় আক্রান্ত হয়ে রামগঞ্জে মারা গেছেন একজন।
Comments