ঝিনাইদহে করোনা থেকে সুস্থ হলেন ৮ চিকিৎসাকর্মী
ঝিনাইদহে শৈলকুপায় এক চিকিৎসকসহ আট আট চিকিৎসাকর্মী করোনা থেকে সেরে উঠেছেন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত ৪৩ জনের মধ্যে ২২ জন সুস্থ হলেন।
আজ যাদের করোনামুক্ত ঘোষণা করা হয় তারা সবাই শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। গতকাল রোববার এই জেলার আরও ১৫ জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়।
আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আট চিকিৎসাকর্মীর হাতে উপহার সামগ্রী ও ফুলের তোড়া তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ও করোনা সেল এর মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থসহ অন্যান্যরা।
Comments