'নেইমারকে আর বার্সেলোনায় ফেরানো ঠিক হবে না'
গত মৌসুমেও নেইমারের বার্সেলোনায় ফেরার গুঞ্জন ছিল বেশ চড়া। যদিও শেষ পর্যন্ত ফ্রান্সেই থাকতে হয় তাকে। চলতি মৌসুমেও একই গুঞ্জন ডানা মেলেছে ফুটবল পাড়ায়। বার্সেলোনাও তাকে ফেরানোর জন্য চেষ্টা করছে বলে সংবাদ প্রকাশ হচ্ছে প্রায় নিয়মিতই। কিন্তু তাকে বার্সেলোনায় দেখতে চান না তারই স্বদেশী সাবেক বায়ার্ন মিউনিখ তারকা জিওভান্নে এলবের। নেইমারকে ফেরানো ঠিক হবে না বলেই মনে করেন তিনি।
নেইমারের প্যারিসে যাওয়ার সিদ্ধান্তেরও সমালোচনা করে সম্প্রতি কাদেনা সেরকে দেওয়া সাক্ষাৎকারে এলবার বলেন, 'না। সে যেহেতু বার্সেলোনা ছেড়ে গিয়েছিল, আমার মতে বার্সেলোনায় ফেরার তার কোনো সম্ভাবনা নেই। আমার দৃষ্টিতে, নেইমার বার্সার সঙ্গে খুব বাজে আচরণ করেছিল। কারণ, সে যখন বার্সেলোনা ছাড়তে চেয়েছিল সে বলেছিল, সে বিশ্বসেরা হতে চায়।
বার্সেলোনায় বেশ সুখেই ছিলেন নেইমার। মাঠের পারফরম্যান্সও ছিল দুর্দান্ত। কিন্তু হঠাৎ করেই দল বদলের সিদ্ধান্ত নেন এ ব্রাজিলিয়ান। লিওনেল মেসির ছায়া থেকে বেরিয়ে আরও ভালো কিছু করার প্রত্যয়ে যোগ দেন প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। তাও রেকর্ড দামে। ২২২ মিলিয়ন খরচ করে ফরাসি ক্লাবটিতে যোগ দেন তিনি।
পিএসজিতে নেইমার যোগ দেওয়ায় স্বাভাবিকভাবেই ক্লাবের শক্তি অনেক বেড়ে যায়। কিন্তু ঘরোয়া শিরোপা জিতেই আশ্বস্ত থাকতে হয় তাদের। চ্যাম্পিয়ন্স লিগে সাফল্য মিলেনি। কারিকারি টাকা খরচ করে নেইমারকে এনে প্রত্যাশা পূরণ না হওয়ায় ক্লাব মালিকরাও অসন্তুষ্ট হয়ে পড়েন। নেইমারেরও ক্লাব থেকে মন উঠে যায়। প্রায়শই ক্লাব ছাড়ার কথা বলেছেন।
আর পিএসজি চ্যাম্পিয়ন্স লিগে সাফল্য পাবেও না বলে মনে করেন আলবার, দৈব কথা হলেও সত্যি, পিএসজিতে খেলে বিশ্বসেরা হওয়া যাবে না। এজন্য আপনাকে রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনায় যেতে হবে, যেখানে আপনি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেন। আমার বিশ্বাস, আগামী তিন-চার বছরের মধ্যেও পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে না।'
তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ফুটবল মৌসুম স্থগিত হওয়ার আগে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নেইমারের দল পিএসজি। তার নৈপুণ্যেই ফিরতি লেগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জয় তুলে শেষ আটে পা রাখে দলটি। ধারণা করা হচ্ছে আগামী আগস্টেই আবার মাঠে ফিরতে পারে চ্যাম্পিয়ন্স লিগ।
Comments