সবজি-ফল পরিবহনে ২৫ শতাংশ ভাড়া কমছে পার্সেল ট্রেনে
শাক-সবজি এবং দেশীয় ফলমূল পরিবহনে রেলওয়ের পার্সেল ট্রেনে ২৫ শতাংশ ভাড়া কমানো হয়েছে। সেই সঙ্গে প্রত্যাহার করা হয়েছে সব ধরনের সার্ভিস চার্জ।
সাধারণ ছুটিতে প্রান্তিক পর্যায়ের কৃষকের উৎপাদিত পণ্য ঢাকায় পৌঁছানোর সুবিধার কথা বিবেচনায় এই মাসের শুরুতে পার্সেল ট্রেন চালানোর উদ্যোগ নেয় রেলওয়ে। কিন্তু ব্যবসায়ীদের অনাগ্রহের কারণে এরই মধ্যে খুলনা থেকে চালু হওয়া পার্লসেল ট্রেনটি বন্ধ হয়ে গেছে।
এরপর পঞ্চগড় ও ঢাকার মধ্যে পণ্যবাহী ‘স্পেশাল পার্সেল এক্সপ্রেস’ ট্রেন চালু করা হয় গত ৯ মে। এই ট্রেনটির ছয়টি বগির মধ্যে পাঁচটিতে মালামাল বহন করা যাবে। প্রতিটি বগির ধারণ ক্ষমতা ৪৩ মেট্রিকটন। প্রতি কেজি পণ্যের ভাড়া নির্ধারণ করা হয়েছিল ৩ টাকা ১২ পয়সা।
উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে গত ২৫ মার্চ সন্ধ্যা থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
Comments