জয়পুরহাটে এক দিনে ২৮ জনের করোনা শনাক্ত

Corona infected
স্টার অনলাইন গ্রাফিক্স

জয়পুরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় (এক দিনে) ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১১৪ জনে দাঁড়ালো।আজ সোমবার জেলা সিভিল সার্জন ডা. সেলিম মিঞা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আজ সকালে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবেরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার থেকে পাঠানো রিপোর্টে ২৮ জনের রিপোর্ট পজিটিভি এসেছে। আক্রান্তরা ঢাকা, নারায়ণগঞ্জফেরত ও আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছিল, হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবেরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারে পাঠানো হয়। এতে ৫৫৩ জনের মধ্যে ওই ২৮ জনের পজিটিভ এসেছে। তাদের সবাইকে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর অব হেলথ টেকনোলজির আইসোলেশন ইউনিটে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

করোনা আক্রান্তরা হলেন- সদর উপজেলার ভাদসার বিলাসবাড়ী গ্রামের এক জন, ধারকী হাজীপাড়ার দুই জন, হিচমীরর এক জন, পৌর এলাকা শান্তিনগরের ছয় জন, ক্ষেতলাল উপজেলার ধনকুড়াইল গ্রামের এক জন, তেলিহার ও শালবনের দুই জন, শাখারঞ্জুর এক জন, নোয়াপাড়ার এক জন, রামপুড়া চৌধুরীপাড়ার দুই জনসহ নয় জন, আক্কেলপুর উপজেলার রায়কালি খোশলাপাড়া গ্রামের ছয় জন, মানিকপাড়ার এক জন, আবাদপুরের এক জনসহ ১০ জন, পাঁচবিবি উপজেলার আটুল ও সিধুইলের এক জন ও কালাই উপজেলার এক জন।

রায়কালি খোশলাপাড়ার স্থানীয় ইউপি সদস্য অশোক কুমার সাহা বলেন, ‘করোনা আক্রান্ত এক ব্যাংকারের মাধ্যমে তার পরিবার ও তার পাশের বাড়ির পরিবারের ৬ জন আক্রান্ত হয়েছেন, ওই ব্যাংকার বর্তমানে গোপীনাথপুর আইসোলেশন ইউনিটেই আছেন। আমাকেসহ এই গ্রামের ১৭ জনের পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে ১১ জনের নেগেটিভ আসলেও ৬ জনের পজিটিভ এসেছে। এই পরিবারের সবাই হোম কোয়ারেন্টিনে ছিলেন।’

Comments

The Daily Star  | English
Iran state TV live broadcast resumes after Israeli attack

Iran state TV resumes live broadcast after Israeli attack

The blast occurred as the presenter was live on TV lambasting Israel

1h ago